চার ঘণ্টা পর ঢাকায় পৌঁছাল বিমানের সেই ফ্লাইট

প্রকাশিত: জুলাই ১৯, ২০২২; সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ |
চার ঘণ্টা পর ঢাকায় পৌঁছাল বিমানের সেই ফ্লাইট

পদ্মাটাইমস ডেস্ক : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের অচল দরজা চার ঘণ্টা পর সচল হয়েছে। পরে শতাধিক যাত্রী নিয়ে নিরাপদে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি।

এর আগে, রাত ১২টা ৩৬ মিনিটে কলকাতার সেই বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তবে ফ্ল্যাইটে থাকা যাত্রীদের বের হতে দেওয়া হয়নি। পরে রাত ১ টা ৩৪ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হিমাংশু।

তিনি বলেন, বিমান বাংলাদেশের আটকে পড়া ফ্লাইটের দরজা সচল হলে উড্ডয়ন করেছে। আমরা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের সাথে যৌথভাবে কাজ করেছি। এ জন্য সেখানে যাত্রীদের সেবা দিতে জরুরি মেডিকেল টিম, চিকিৎসক ও এ্যাম্বুলেন্স ছিল। ‌‌

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খোঁজ নিয়ে জানা গেছে, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে আসার বিমানটি নিরাপদে অবতরণ করে। তবে নিরাপদে পৌঁছায় তাদের চোখে মুখে উচ্ছ্বাস ছিল।

ঢাকা পৌঁছার আগে ফ্লাইটটি রাত সাড়ে আটটায় ছাড়ার কথা থাকলেও পাইলট জানান, ফ্ল্যাটের দরজা বন্ধ হয়ে আর খুলছে না। ‌এ খবর শুনে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। পরে অসুস্থ যাত্রীদের সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্ল্যাটটিতে জরুরী মেডিকেল টিম পাঠায় কতৃপক্ষ।

ফ্লাইটের দরজা না খোলার কারণে চার ঘন্টা ভেতরে অবস্থান করে যাত্রীরা। ‌শতাধিক যাত্রীদের মধ্যে পুরুষ, নারী ও শিশু ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টেকনিক্যাল টিম চার ঘন্টা ধরে কাজ করে অবশেষে রাত সাড়ে বারোটার দিকে দরজা খুলতে সক্ষম হোন। পরে ফ্ল্যাটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে