কচুয়ায় কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২; সময়: ৮:৫৯ অপরাহ্ণ |
কচুয়ায় কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় গোহট দক্ষিন ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সোমবার দুপুরে রহিমানগর বাজারে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সোহাগ উদ্দীনের নেতৃত্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সমর্থিত প্রথম বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালের সামনে থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজসহ দলীয় নেতাকর্মীরা ছিলেন। মিছিল ও সমাবেশ শেষে গোহট দক্ষিন ইউনিয়ন ও শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন সহ সিনিয়র নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে একই দিনে প্রথম বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হতে না হতেই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শুভজিৎ দাস, আওয়ামীলীগ নেতা সোহেল চৌধুরী ও সাবেক ছাত্রনেতা জসিমের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর সমর্থিত পাল্টা বিক্ষোভ মিছিল বের হয় এবং একই কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়। উভয় পক্ষের পাল্টাপাল্টি মিছিল সমাবেশে রাজনীতি অঙ্গন উত্তপ্ত হয়ে উঠে। এ অবস্থায় চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ সহ কচুয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রন করে।

উল্লেখ্য যে, গত ১৬ ও ১৭ জুলাই গোহট দক্ষিন ইউনিয়ন ছাত্রলীগ ও শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের পাল্টাপাল্টি নতুন কমিটি ঘোষনা দেয় উপজেলা ছাত্রলীগ। এ কমিটি ঘোষনাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে