সুজানগরে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান সংক্রান্ত সভা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২; সময়: ৫:০৭ অপরাহ্ণ |
সুজানগরে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান সংক্রান্ত সভা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হেেয়ছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিনহাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, বিআরডিবির সভাপতি আব্দুস সাত্তার, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আবু বকর সহ উপজেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সভার শুরুতেই ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জন্য সঠিকমান বজায় রেখে গৃহনির্মাণ কাজ এগিয়ে নেওয়ায় সভায় সন্তুষ্টি প্রকাশ করা হয়।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী জানান, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ইতোপূর্বে ১ম পর্যায়ে সুজানগর উপজেলায় ২০ টি, ২য় পর্যায়ে ১২ টি ও ৩য় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে ১৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানসহ নতুন ঘর হস্তান্তর করা হয়।

এছাড়া ইতিমধ্যে সুজানগর উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সার্বিক সমন্বয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ের তৃতীয় ধাপে মোট ৪৬টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জুলাই এ সকল গৃহহীন পরিবারের মাঝে জমি ও নতুন গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো জানান, তালিকা ভিত্তিক আবেদনকারীগণের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে