রাজধানীতে কখন কোথায় লোডশেডিং জানালো ডিপিডিসি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২; সময়: ৪:১৯ অপরাহ্ণ |
রাজধানীতে কখন কোথায় লোডশেডিং জানালো ডিপিডিসি

পদ্মাটাইমস ডেস্ক : বিদ্যুৎ সংকট সমাধানে সপ্তাহে একদিন এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে শুরু হবে। এছাড়াও ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প।

সোমবার (১৮ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে। ডিজেলে দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিতের সিদ্ধান্তের কথাও জানান জ্বালানি উপদেষ্টা।

এদিকে রাজধানীতে কখন কোন এলাকায় লোডশেডিং হতে পারে তার সম্ভব্য সময়সূচি জানিয়ে দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি)।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ান বলেন, ‘এলাকাভিত্তিক সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা করে ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। গ্রাহকরা ওয়েবসাইটে গেলেই সেখানে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করে তাদের এলাকার সম্ভাব্য লোডশেডিংয়ের সময় জানতে পারবেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠকে দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে এধরনের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গ্রাহকরা এ তথ্য কীভাবে পাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ওয়েবসাইট ও লিংক প্রকাশ করা হবে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ৩টার দিকে ডিপিডিসির ওয়েবসাইডে গিয়ে ঢাকায় সম্ভব্য লোডশেডিংয়ের একটি তালিকা সংবলিত একটি লিংক পওয়া যায়। তালিকাটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://dpdc.org.bd/site/nocs/load_sheddinৃg?fbclid=IwAR3_Fq_43UERkNlHbMT7TUIkhjSBuA_ZdMzRvZTePKWJpsQHsS_IrwDoQKo

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে