ঈশ্বরদীতে ব্যক্তিগত গাড়ি-সিএনজির সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২; সময়: ১:৫৬ অপরাহ্ণ |
ঈশ্বরদীতে ব্যক্তিগত গাড়ি-সিএনজির সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

সোমবার সকাল ৬ টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে সিএনজির চালক মেহেদি হাসান মিঠু। আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা য়ায়, সোমবার সকালে কুষ্টিয়া থেকে দাশুড়িয়া উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি সেখানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ব্যক্তিগত গাড়ির সামনের অংশ ভেঙে যায়। এ সময় ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালক ও যাত্রীরা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়ে আর্তচিৎকার শুরু করেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহতদের মধ্যে মিঠুর শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে