যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাথাড়ি গুলিতে নিহত ৪

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২; সময়: ৯:৪৪ পূর্বাহ্ণ |
যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাথাড়ি গুলিতে নিহত ৪

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এলোপাথাড়ি গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। এ সময় সেখানে থাকা একজন সশস্ত্র বেসমরিক ব্যক্তির গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন।

সিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করে। এ সময় ফুড কোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি। পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছে। এই ঘটনায় মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যায় ৬টার দিকে অফিসাররা সেখানে পৌঁছান। অন্য কেউ ক্ষতিগ্রস্থ হয়েছেন কি না তা অনুসন্ধান করছেন। তবে তারা ধারণা করছেন ফুড কোর্টের বাইরে গুলি চালানো হয়নি।

ইসন জানিয়েছেন, পুলিশ একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করেছে যা ফুড কোর্টের কাছে একটি বাথরুমে ছিল।

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে। ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশ প্রধান ক্রিস বেইলি বলেছেন, ‘আমাদের দেশে এরকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি। তবে সংশ্লিষ্ট এলাকায় কোনো সক্রিয় হুমকি নেই।’

গ্রীনউড হলো ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলী যেখানে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। মেয়র মার্ক মায়ার্স ভুক্তভোগী এবং নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে মেয়র বলেছেন, ‘এই ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঢেউয়ে এই হামলা সর্বশেষ। সেখানে বছরে প্রায় ৪০ হাজার জনের আগ্নেয়াস্ত্রের কারণে মৃত্যু ঘটে।

শিকাগোর একটি সমৃদ্ধ শহরতলীতে ৪ জুলাই একটি প্যারেডে বন্দুকধারী গুলি চালানোর কয়েক সপ্তাহ পরে এই ঘটনায় ঘটলো। ওই ঘটনায় সাতজন নিহত এবং কমপক্ষে তিন ডজন আহত হয়।

গত মে মাসে যুক্তরাষ্ট্রে গুলি চালিয়ে দুটি গণহত্যার ঘটনা ঘটে, যাতে দেখা যায় ১০ জন কৃষ্ণাঙ্গ লোককে নিউইয়র্কের একটি সুপারমার্কেটে গুলি করে হত্যা করা হয় এবং টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জন শিশু ও দুই শিক্ষককে হত্যা করা হয়।

বন্দুক সহিংসতার সাম্প্রতিক ঢেউ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিতর্ককে নতুন করে সামনে এনেছে। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর একটি কমিটি এই সপ্তাহে প্রায় ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি বিলে ভোট দেবে, যা হামলার অস্ত্র নিষিদ্ধ করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে