মোহনপুরে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তার ভূমিগ্রাস ঠেকালো প্রশাসন

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২; সময়: ৮:২৭ অপরাহ্ণ |
মোহনপুরে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তার ভূমিগ্রাস ঠেকালো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলা সদর সাবাই বিলে অবৈধ পুকুর খনন বন্ধ করলো প্রশাসন। রোববার (১৭ জুলাই) বিকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানার নির্দেশে মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস এ পুকুর খনন কাজ বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুরের ভাতুড়িয়া গ্রামের মৃত জহির উদ্দিন মোল্লার ছেলে অবসরপ্রাপ্ত সহকারি ভূমি কর্মকর্তা এনামুল হক উপজেলার সাবাই বিলে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে প্রায় ৩০ বিঘা জমিতে পুকুর খনন করছিলেন। যার প্রভাবে স্থানীয় কৃষকদের ফসলহানিসহ পানি নিষ্কাশসনের খাল বন্ধ করে পুকুর খনন চালিয়ে আসছিলেন। স্থানীয় কৃষকরা বাধা দিলে এনামুল হক উল্টো ভয়ভীতির মাধ্যমে পুকুর খননের কাজ চলমান রাখেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হলেও তিনি অনিহার সঙ্গে দেখছি বলে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবগত করা মাত্রই তিনি মোহনপুর উপজেলা সহকারি ভূমি কমিশনারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রোববার বিকালে নির্দেশ পেয়ে তিনি তাৎক্ষনিক পুকুর খনন কাজ বন্ধ করে দিয়ে এক্সেভেটর যন্ত্র এবং ড্রোজার যন্ত্রের চাবি জব্দ করেন।

এবিষয়ে পুকুর খননকারি এনামুল হক বলেন, সারাদেশ জুড়ে পুকুর খনন চলছে প্রশাসন দেখতে পায় না। আমার পুকুর কাটলেই সমস্যা কি?

জানতে চাইলে মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস বলেন, পুকুর খনন বন্ধ করে দিয়ে মেশিনের চাবি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুনরাই ওই পুকুর খনন করা হলে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে