কচুয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুধর্ষ চুরি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২; সময়: ৮:২০ অপরাহ্ণ |
কচুয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই গ্রামে অভিনব কায়দায় এক রাতে পৃথক ভাবে ইউপি সদস্য গোলাম খাজার গৃহে সিধ কেটে, ইসরাত ফার্নিচার দোকান ও হযরত দারাশাহী সমিলে তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ১৬ জুলাই শনিবার মধ্য রাতে তুলপাই গ্রামে পরিকল্পিত ভাবে এ চুরির ঘটনা ঘটে।

এতে নগদ ৭ লক্ষ ৫০ হাজার টাকা,৪টি স্বর্নের চেইন ও একটি মোবাইল সেট সংঘবদ্ধ চোরের দল নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য গোলাম খাজা ও তার স্ত্রী সাবিনা আক্তার জানান। এ ঘটনায় রবিবার কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন রাজিব ও সজল বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি সদস্য গোলাম খাজা ও তার স্ত্রী সাবিনা আক্তার বলেন, শনিবার মধ্য রাতে ঘরের সিধ কেটে অজ্ঞাত চোরের দল গৃহে প্রবেশ করে ব্যবসায়িক কাজে জমানো স্টিলের আলমারিতে থাকা নগদ টাকা ও স্বনলঙ্কার লুটে নেয়। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।

স্থানীয়রা জানান, দু’বারের ইউপি সদস্য গোলাম খাজা একজন সরল মানুষ। বিগত সময়ে একটি মহল তাকে মিথ্যা হামলা-মামলা দিয়ে সর্বশান্ত করার চেষ্টা করেছে। পাশাপাশি বর্তমানে এক রাতে পরিকল্পিত ভাবে খাজা মেম্বারকে নি:স্ব করার লক্ষে চুরির এ ঘটনা করেছে। তদন্তপূর্বক ঘটনার রহস্য উদঘাটন ও অজ্ঞাত চোরদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ইউপি সদস্য গোলাম খাজার গৃহে দু:সাহসিক চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। বিষয়টি খুবই দু:খজনক। পুলিশ প্রশাসন তদন্ত করে আসামীদের দ্রুত আইনের আওতার আনবে বলে আমি আশাবাদী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে