মহাদেবপুরে বিষপানে যুবকের আত্নহত্যা
প্রকাশিত: জুলাই ১৭, ২০২২; সময়: ৮:১৮ pm |
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিষপানে এক যুবকের আত্নহত্যার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভীমপুর ইউনিয়নের তেজপাইন গ্রামের নারায়নের পুত্র সঞ্জয় (৩২) চকগৌরী হাটে ধান বিক্রি করে দোকান থেকে বিষ কিনে সকলের অগোচরে তা পান করে।
পরে তার বিষক্রিয়া শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি দুই সন্তানের জনক ও কিছুটা মানসিক প্রতিবন্ধী বলে জানান স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।