পুঠিয়াতে শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় ভাল্লুখগাছি খামারপাড়া গ্রামে এক শিশু (৮) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রামের সালিশদাররা অভিযুক্তকে ৯০ হাজার টাকা জরিমানা ও জুতা পেটা করে থামাচাপা দেয়ার ঘটনায় পুঠিয়া থানায় গত শনিবার ধর্ষন চেস্টার মামা দায়ের করেন ওই শিশুর পিতা বাবুল আক্তার।
মামলার পরেই পুঠিয়া থানার ওসির নেতৃত্বে ওই এলাকায় শনিবার রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ওপির কর্মকার (৪৫) কে গ্রেপ্তার করে। ওপির ওই গ্রামের মৃত প্রবির কারিগরের ছেলে। এ তথ্য নিশ্চিৎ করেন পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন।
উল্লেখ্য, গত ১৫ তারিখ শুক্রবার রাত ৯ ঘটিকায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসানের নিজ বাড়ির সামনে সালিশ বৈঠক বসে ধর্ষন চেস্টার ঘটনায়। চেয়ারম্যান তাকবির হাসান সালিশে সভাপতিত্ব করেন। আর সালিশে সকল সিদ্ধান্ত নেন চেয়ারম্যানের ঘনিষ্ট ব্যক্তি ও এলাকার দালাল নামে পরিচিত আসমত। রায় ঘোষণার সময় অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধির চন্দ্র কর্মকার ও উপস্থিত ছিলেন।
সালিশে নির্যাতিত মেয়েটির সাক্ষ্য নেওয়া হয় এবং ধর্ষক অপির স্বীকারোক্তিতে অভিযোগ প্রমাণিত হলে তাকে নব্বই হাজার টাকা জরিমানা করেন সালিশদাররা। এরপর সালিশদাররা মেয়েটির পরিবারকে এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ করতে নিষেধ করেন। চেয়ারম্যান একজন সরকারি লোক হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।