শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে নিরাপত্তাহীনতায় ৯০ বছরের বৃদ্ধা

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে নিরাপত্তাহীনতায় ৯০ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভাই বোনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ৯০ বছরের এক বৃদ্ধা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধা হচ্ছে- আজমতপুর মন্ডলপাড়ার মৃত রফিক উদ্দিনের স্ত্রী সেতারা বেগম (৯০)।

প্রতিকার চেয়ে ভুক্তভোগী বৃদ্ধা বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে, ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর ৯৯০২ নম্বর দলিল মূলে মাহবুবা বেগমের প্রাপ্ত ও ভোগ দখলীয় ৫২ শতক জমির উপর আমবাগানে চলতি বছরের গত ৮ জুলাই সেতারার ছেলে ও মাহবুবা বেগমের ভাই জিকির উদ্দিনের (৪২) নেতৃত্বে ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমবাগানে ঢুকে ১৪ ঝাড় গাছ থেকে আম পাড়তে থাকে। যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ সময় সেতারা বেগম ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা।

সেতারা বেগম জানান, আমার ও স্বামীর ১২৫ বিঘা সম্পত্তি ৬ মেয়ে ও ৩ ছেলের নামে দেয়া আছে। কিন্তু দু:খের বিষয় মেঝো ছেলে জিকির উদ্দিন সমস্ত সম্পত্তি তার নিজের বলে দাবী করে। বাকি ৮ ভাই বোনের সাথে দ্বন্দ্ব জড়িয়ে পড়েছে। এমনকি জিকির বাড়ি এসে আসবাবপত্র ভাংচুর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে