সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২; সময়: ৬:২৫ অপরাহ্ণ |
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

রোববার ভোররাতে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঈয়াগাঁতীতে ও শনিবার গভীর রাতে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের চর মিরপুর বিয়ারা ঘাট মহল্লায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুর জেলার কাউনিয়া এলাকার ওমর ফারুক (৩২) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার আব্দুল মজিদ (৫২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, রোববার ভোর রাতে ভূঈয়াগাঁতী পেট্রোল পাম্প এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাংকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওমর ফারুক। এ ঘটনায় আহত হয়েছে ৩ বাসযাত্রী।

অপরদিকে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুট্টো জানান, শনিবার গভীর রাতে চর মিরপুর এলাকায় অজ্ঞাত বাসচাাপায় মজিদ নামে এক দিনমজুরের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দূর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পেয়েছি। স্বজনরা নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে