এইচএসসি নভেম্বরে

প্রকাশিত: জুলাই ১৭, ২০২২; সময়: ৩:৩৩ অপরাহ্ণ |
এইচএসসি নভেম্বরে

পদ্মাটাইমস ডেস্ক :  চলতি বছরের নভেম্বরের দিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোববার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হবে। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে।

ডা. দীপু মনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বই ২৪ জুলাইয়ের মধ্যে দেওয়া হবে।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এ বছর দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এখনও নেয়া সম্ভব হয়নি। গত বছর এসএসসি পরীক্ষা নেয়া গেলেও এইচএসসিতে শিক্ষার্থীদের অটোপাস দেয় সরকার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে