পদ্মা সেতু

প্রকাশিত: ১৭-০৭-২০২২, সময়: ১৭:১৮ |
Share This

নিন্দুকের অপমানের প্রতিশোধে গড়া
আমাদের পদ্মা সেতু
বাড়বে আঞ্চলিক যোগাযোগ
উচ্ছ্বাস উদ্দীপনায় পুরো দেশ
বিশ্বে ও দেশের মানুষের বিশ্বাসের আবেগ
আস্থা ও প্রত্যাশার পুরো ভরসা
শেখ হাসিনা।

গুজবে শহীদ ৫ জন, আলোচিত
তাসলিমা রেনু
এদেশে বারবার গুজব ও গীবতের
একটিই চক্রপক্ষ।

সকল প্রতিকুলতা ছিন্ন করে-
পুরো দেশের অলংকার আর দেশবাসির অহংকার
একটি সেতু একক সমৃদ্ধ
নতুন যুগের অসীম যাত্রা
অপার সম্ভাবনার নব দিগন্ত
অর্থের অপার যোগান
আজন্ম স্বপ্নের পদ্মা সেতু।

আমাদের সক্ষমতা ও মর্যাদার মূর্ত প্রতিক
মাথা নোয়াবার নয়
বিশ্বে তাক লাগিয়ে আমরাও পেরেছি
সততা ও সাহসিকতায় জানান দিয়েছি
বাঙ্গলীর রক্তের পরিচয়।

লাল সবুজের এদেশ এখন
মহাকালের সাক্ষ্য
বিশ্বের বিস্ময়
মনের আঙ্গিনায় ঠাঁই
পাথর চোখেও এনেছে জলের ঝিলিক।

এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে
এ দেশ মাতৃকা
একটি সেতুও গর্ব, আমাদের অহংকার
বড় বড় দেশ বাঘা বাঘা রাজনীতিকের
চমকিত নয়ন
নতুন প্রজন্ম ঘুমের পাশাপাশি জেগে দেখবে
সৃষ্টি করবে হাজারো স্বপ্নের
সফল বাস্তবায়ন।

লেখক:
মাহবুব দুলাল
কবি, সাংবাদিক ও কলামিস্ট

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
উপরে