নওগাঁয় ফ্রিল্যান্সারদের সংগঠন এনওপিসির আত্মপ্রকাশ

প্রকাশিত: জুলাই ৭, ২০২২; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
নওগাঁয় ফ্রিল্যান্সারদের সংগঠন এনওপিসির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : দেশীয় ও আন্তজার্তিক মাকের্টপ্লেসে কর্মরত নওগাঁর ফ্রিল্যান্সাদের উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে নওগাঁয় গঠিত হয়েছে অনলাইন ভিত্তিক সংগঠন নওগাঁ অনলাইন প্রফেশনাল কমিউনিটি (এনওপিসি)।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর বিপি রেস্টুরেন্ট ক্যাফেতে ফ্রিল্যান্সারদের সঙ্গে এনওপিসির নেতৃবৃন্দ্বের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্রিল্যান্সার হিসেবে কর্মরত নওগাঁর অধিবাসী ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ফ্রিল্যান্সাররা অংশগ্রহণ করেন। এ সময় এনওপিসির নেতৃবৃন্দ ফ্রিল্যান্সারদের সামাজিক মর্যাদা ও দক্ষতা উন্নয়নসহ তাঁদের বিভিন্ন দাবি আদায়ে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় এনওপিসির অ্যাডমিন সোহাব হোসেন সৈকতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনলাইন ভিত্তিক সংগঠন র‌্যাঙ্কওয়াইজ-এর সিইও সজল মাহমুদ, ওয়েব ডেপথ-এর সিইও শামীন রায়হান ফারহান, ব্র্যান্ডরেকার সিইও রিদওয়ান মোল্লা, ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউটের সিইও শাহাদৎ হোসাইন, বিটুবি সেলস এন্ড মার্কেটিংয়ের প্রতিনিধি শাহাদত জামান, ওয়েব ডেভলপার আদনান হাবিব ও রায়হান আলী প্রমুখ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে