বাগমারায় ভিজিএফের চাল পেল প্রায় ১৯ হাজার পরিবার

প্রকাশিত: জুলাই ৭, ২০২২; সময়: ৬:২৫ অপরাহ্ণ |
বাগমারায় ভিজিএফের চাল পেল প্রায় ১৯ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২২-২৩ অর্থবছরে বাগমারা উপজেলার ভিজিএফ কর্মসূচীর আওতায় অতি দরিদ্র,অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপি এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৮ হাজার ৭৮৩ জনের মাঝে এই চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সে কারনে ঈদের আগেই এই চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সুষ্ঠু ভাবে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম তদরকির লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এ সময় প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে