চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র বৃক্ষরোপন

প্রকাশিত: জুলাই ৭, ২০২২; সময়: ৫:৪৮ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র বৃক্ষরোপন

জেষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপন সপ্তাহ পালন করা হয়েছে।

বৃক্ষ প্রাণে প্রকৃতি পরিবেশ আগামি প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদরে একটি ফলজ বৃক্ষের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন সপ্তাহ-এর শুভ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ হোসেন।

এ সময় তিনি উপস্থিত সকলকে ব্যাটালিয়ন সদরসহ বিওপি ও ক্যাম্পের পরিত্যাক্ত খালী জায়গায় ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপনের মাধ্যমে দেশকে সবুজায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখার পরামর্শ প্রদান করেন।

বৃক্ষ রোপনের শুভ উদ্বোধনি অনুষ্ঠানে ব্যাটালিয়নের সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অসামরিক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন সপ্তাহ উপলক্ষে ব্যাটালিয়ন সদরসহ সকল সীমান্ত ফাঁড়ী এলাকায় উনিশ শত ফলজ, বনজ এবং ঔষধী গাছের চারা রোপনের কার্যক্রম চলমান রয়েছে বলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে