শিবগঞ্জে বিনামূল্যে কৃষক পেল সার-বীজ

প্রকাশিত: জুলাই ৭, ২০২২; সময়: ৫:০৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে বিনামূল্যে কৃষক পেল সার-বীজ

নিজস্ব প্রতিবেদক,  শিবগঞ্জ : ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণেদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র-প্রান্তিক ৭ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ-রোপা আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান ও প্রভাষক কফিল উদ্দিনসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে গ্রীষ্মকালীন ১ কেজি পেঁয়াজের বী, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি, ২ হাজার ৮’শ টাকা ও রোপা আমন (উফশী) ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে