উত্তরবঙ্গগামী লে‌নে ধীরগতি

প্রকাশিত: জুলাই ৭, ২০২২; সময়: ১২:৪৫ অপরাহ্ণ |
উত্তরবঙ্গগামী লে‌নে ধীরগতি

পদ্মাটাইমস ডেস্ক : টাঙ্গাই‌লে মহাসড়‌কের রাবনা বাইপাস থে‌কে এলেঙ্গা পর্যন্ত উত্তরবঙ্গগামী লে‌নে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে সেতুর প‌শ্চিমপাড় গোলচত্বর পর্যন্ত ঢাকাগামী লেনে যানজট র‌য়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর হ‌য়ে ভুঞাপুর-এ‌লেঙ্গা আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে ধীরগ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে। এ‌তে চরম ভোগান্তি‌তে প‌ড়ে‌ছেন যাত্রী ও চালকরা। বৃহস্প‌তিবার (০৭ জুলাই) সকাল থে‌কে মহাসড়‌কের বি‌ভিন্ন স্থা‌নে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়।

এর আ‌গে বুধবার রাত থেকে বঙ্গবন্ধু সেতু-এ‌লেঙ্গা মহাসড়‌কের তিন‌টি স্থা‌নে গা‌ড়ি বিকল হওয়ায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। এ‌তে বঙ্গবন্ধু সেতু পূর্ব হ‌তে রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কে থে‌মে থে‌মে যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

এ‌দি‌কে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব ও প‌শ্চিম পা‌ড়ে পৌ‌নে তিন কো‌টি টাকা টোল আদায় হ‌য়ে‌ছে। এ‌ সময় সেতু‌ দি‌য়ে প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে ৩৪ হাজার ৪০৭‌টি।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, এ‌লেঙ্গা থে‌কে সেতু পর্যন্ত যানবাহন স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে। ত‌বে এলেঙ্গা হ‌তে রাবনা বাইপাস পর্যন্ত উত্তরবঙ্গগামী লে‌নের ধীরগ‌তি থাক‌লেও ঢাকাগামী লে‌নে স্বাভা‌বিক র‌য়ে‌ছে। এছাড়া প‌রিবহনগু‌লো আঞ্চ‌লিক সড়‌কে চলাচল করায় মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ক‌মে‌ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে