বাঘায় গণধর্ষণ মামলার আসামী রিপন গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ৯:০৬ অপরাহ্ণ |
বাঘায় গণধর্ষণ মামলার আসামী রিপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাঘা : গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী রিপন আলীকে (৩৫) রাজশাহীর বাঘা উপজেলার হোসেনপুর পূর্বপাড়ার ফজলুল হকের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (৬ জুলাই) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন আলী চারঘাট উপজেলার চাঁদপুর কাকড়ামাড়ী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে নাটোর ক্যাম্পের সিপিসি-২ এর অপারেশন দল অভিযান পরিচালনা করেন।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২১ সালের ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে টিএমএসএস এর জনৈক কর্মী কিস্তির ৪৬ হাজার ৮৫০ টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রিপন আলীসহ আরো দুইজন তার পথরোধ করে তুলে নিয়ে গিয়ে অজ্ঞাত আমবাগানে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

পরে তার কাছে থাকা টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার নিয়ে অচেতন অবস্থায় রেখে তারা পালিয়ে যায়। পরের দিন তাকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করা হয়। ২০২২ সালের ৯ জানুয়ারী চারঘাট মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে