তানোরে ২ নারী ও ১ দালালসহ রেষ্টুরেন্টের মালিক আলম গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ৮:৫৩ অপরাহ্ণ |
তানোরে ২ নারী ও ১ দালালসহ রেষ্টুরেন্টের মালিক আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ইসলামীয়া হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের মালিক আলম সরদারকে ১ সহযোগী ও ২ নারীসহ গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

এরা হলেন গুবির পাড়া গ্রামের মৃত পরান সরদারের পুত্র আলম সরদার (৩৮), নাটোর জেলার বাঘাতি পাড়ার পাকা গ্রামের মাজদার রহমানের পুত্র মারুফ হোসেন (৩৬) একই জেলা ও একই গ্রামের হাসান আলীর কন্যা বন্যা খাতুন (১৯) এবং রাজশাহীর বসুয়া গ্রামের জাকির হোসেনের কন্যা জাহানারা খাতুন সোনিয়া (২২)।

এর মধ্যে মারুফ বিভিন্ন নারীর পর্নোগ্রাফী ভিডিও ধারন করে দেহ ব্যবসায়ী বাধ্য করতো। আটক ২ নারীর পর্নোগ্রাফি ধারণকৃত ভিডিও মোবাইলে ধারন করে মারুফ তাদেরকে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে দেহ ব্যবসা করাতো।

অপর দিকে ইসলামীয়া হোটেল ও রেষ্টুরেন্টের মালিক আলম সরদার তার নিজ বাড়িতে রেষ্টুরেন্ট ব্যবসার আড়ালে বিভিন্ন এলাকা থেকে যুবতী মহিলাদের এনে দেহ বাবসা করে আসছিলো।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সংগীয় ফোর্সসহ ইসলামীয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিযা বলেন, এঘটনায় তানোর থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে