পশুর হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ৮:৪৫ অপরাহ্ণ |
পশুর হাট ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার বৃহৎপশুর হাট আবাদপুকুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে নওগাঁ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এসময় অতিরিক্ত টোল আদায় এবং চার্ট প্রদর্শণ না করায় বুধবার বিকেলে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর আগে গত২৯ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।

আদালতের বিচারক নওগাঁ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আবাদপুকুর পশুর হাটে পশু ক্রয়-বিক্রয়ে সরকার নির্ধারীত টোলের চাইতে বেশি পরিমান আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে হাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত টোল আদায় এবং টোল চার্ট প্রদর্শন না করার অপরাধে ইজারাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইজারাদার নিয়ম বর্হিভূতভাবে উভয় পক্ষের নিকট থেকে টোল আদায় করছিল।

উল্লেখ্য,গত ২৯জুন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন আবাদপুকুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অতিরিক্ত টোল আদায় চার্ট প্রদর্শণ না করার দায়ে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং শর্তক করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে