প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগে পদ্মা সেতু তৈরীতে জাতি সফল : আবুল হোসেন

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ৭:১১ অপরাহ্ণ |
প্রধানমন্ত্রীর সাহসী উদ্যোগে পদ্মা সেতু তৈরীতে জাতি সফল : আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারনে স্বপ্নের পদ্মা সেতু নির্মান জাতি সফল হয়েছে। সেতু নির্মান নিয়ে আমরা নানা সংকট মোকাবেলা করেছি একমাত্র জননেত্রী শেখ হাসিনার দুরদর্শিতার কারনে।

তারই আহবানে সাড়া দিয়ে পুরো দেশবাসী উজ্জিবিত হয়ে নিজেদের টাকায় গড়েছে এই সেতু। এতে বিশ্বের বুকে বাংলাদেশ সক্ষম জাতি হিসেবে পরিচয়েও সফল হয়েছে।

সৈয়দ আবুল হোসেন বুধবার দুপুরে সিরাজগঞ্জের হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর মাজার শরীফ জিয়ারত শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি কামনা শেষে স্থানীয় সাংবাদিকের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু তৈরীতে আমাকে জড়িয়ে বিশ্ব ব্যাংক দুর্নীতির যে কাল্পনিক অভিযোগ করেছিল তা পুরোপুরী ভিত্তিহীন। পরে সে সত্য উন্মোচিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পাশে নিয়ে পদ্মা সেতু যখন উদ্বোধন করেন আমি আবেগে আপ্লুত ছিলাম। আমি তার প্রতি চির জীবন কৃতজ্ঞ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে