বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মঙ্গলবার

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশন কর্তৃক ২০২১ সালে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী মঙ্গলবার। সংবর্ধনা উপলক্ষে এরই মধ্যে শেষ হয়েছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম।

বাগমারায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে সালেহা ইমারত ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা একটি জাতিকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করে।

শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। সেই কথা চিন্তা করেই ২০০৬ সালে পিতা-মাতার নামে এই ফাউন্ডেশন স্থাপন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সালে এসএসসি ও ইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হবে।

২০০৬ সাল থেকে সালেহা-ইমারত ফাউন্ডেশন বাগমারার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে। বাগমারার সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এলাকায় মেধাবী শিক্ষার্থী তৈরী ও ভালো ফলাফলে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেন।

তাঁর এই প্রচেষ্টায় এলাকার কৃতি শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা, বাড়তে থাকে কৃতি ও মেধাবীদের সংখ্যা। কৃতি শিক্ষার্থীর পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান, সচিব হুমায়ন কবীর, বিদ্যালয় পরিদর্শক মহাঃ জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মাহমুদ হাসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সালেহা-ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে