এবার ‘সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি’ দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ৫:২৭ অপরাহ্ণ |
এবার ‘সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি’ দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট

পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবার সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনের করা অভিযোগে মস্কোকে শাস্তি দিতে গেলে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার কথা উল্লেখ করে দিমিত্রি মেদভেদেভ বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রাগার রয়েছে এমন একটি দেশকে শাস্তি দেওয়ার ধারণা অযৌক্তিক এবং মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।

২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত পুতিনের বদলি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দেশটির নিরাপত্তা পরিষদের উপ-প্রধান।

ইউক্রেন যুদ্ধের শুরুতেই পুতিন দেশের পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেন। যদিও রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখনই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় বলে বরাবরই জানিয়ে আসছে রাশিয়া।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে