স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ৩:৪৪ অপরাহ্ণ |
স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

পদ্মাটাইমস ডেস্ক : খুলনায় স্ত্রী ও এক বছরের মেয়েকে হত্যা মামলায় মাহবুবুর মোড়ল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় খুলনার সিনিয়র দায়রা জজ মীর শফিকুল আলম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

আদালতের পিপি অ্যাডভোকেট এনামুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৩১ আগস্ট সকাল সাড়ে ৯ টায় মাহবুবুর মোড়ল তার স্ত্রী রেশমা বেগম ও এক বছরের শিশু কন্যা মারিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন ।

এ ঘটনার পরের দিন নিহত রেশমার বাবা আবুল কালাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মঞ্জুরুল আলম মাহবুবুরকে আসামি করে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে