এমএফএস থেকে ব্যাংক হিসাবে নেওয়া যাবে মাসে ৩ লাখ টাকা

প্রকাশিত: জুলাই ৬, ২০২২; সময়: ১২:১৮ অপরাহ্ণ |
এমএফএস থেকে ব্যাংক হিসাবে নেওয়া যাবে মাসে ৩ লাখ টাকা

পদ্মাটাইমস ডেস্ক : মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাব থেকে ব্যাংক হিসাবে মাসে ৩ লাখ টাকা নেওয়া যাবে। আর দৈনিক নেওয়া যাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা।

এতদিন এ ক্ষেত্রে লেনদেন কী পরিমাণ হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা ছিল না। এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের ক্যাশ আউট সীমার আলোকে লেনদেন করার সুযোগ দিত।

মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়। এর আগে গত ২৫ এপ্রিল এক নির্দেশনার মাধ্যমে ব্যাংক থেকে এমএফএসে দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা নেওয়ার সুযোগ দেওয়া হয়।

তাতে এমএফএস থেকে ব্যাংকে কী পরিমাণ টাকা নেওয়া যাবে, সে বিষয়ে কিছু বলা ছিল না। নতুন এই নির্দেশনার মাধ্যমে বিষয়টি স্পষ্টীকরণ হলো।

২৫ এপ্রিলের ওই নির্দেশনার মাধ্যমে দৈনিক ও মাসিক যতবার খুশি লেনদেনের সুযোগ দেওয়া হয়। এর আগ পর্যন্ত একটি হিসাব থেকে দিনে সর্বোচ্চ পাঁচবারে ৩০ হাজার টাকা জমা তথা ক্যাশ-ইন এবং মাসে ২৫ বারে ২ লাখ টাকা জমা করা যেত। লেনদেন সংখ্যার সীমা পুরোপুরি তুলে দিয়ে লেনদেনের পরিমাণ অপরিবর্তিত রাখা হয়।

এছাড়া ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে মাসে সর্বোচ্চ লেনদেনের পরিমাণ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তখন ২ লাখ টাকা করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে