বগুড়া শিবগঞ্জে কুরবানি পশুর হাট পরিদর্শনে প্রশাসন

প্রকাশিত: জুলাই ৫, ২০২২; সময়: ৯:০৩ অপরাহ্ণ |
বগুড়া শিবগঞ্জে কুরবানি পশুর হাট পরিদর্শনে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে পৃথক পৃথক ভাবে কুরবানি পশুর হাট পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার তানভির হাসান ও ওসি দীপক কুমার দাস।

মঙ্গলবার দুপুরে আলিয়ারহাট পরিদর্শন করেন ইউএনও। এসময় হাটে আগত ক্রেতা বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। অপর দিকে মঙ্গলবার বিকেলে দাড়িদহ কুরবানি পশুর হাট পরিদর্শন করেন সার্কেলন এএসপি ও ওসি।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি করনোর ৪র্থ ঢেউ দেখা দিয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। সকলে সচেতন থাকলে করনো ভাইরাস বিস্তার লাভ করতে পারবে না। পাশাপাশি নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান আবু জাফর, এস আই তাইজুল ইসলাম, এসআই মিজান, আলিয়ারহাট ইজারদার জাহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

প্রসঙ্গঃ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এ উপজেলার মহাস্থান হাট, বিলহামলা হাট, দাড়িদহ হাট, কিচক হাট, মোকামতলা হাট, আটমূল হাট,আলিয়ারহাট, ভায়েরপুকুর হাট, গাংনগর হাট, বড়িয়াহাট, সিহালী হাট গুজিয়াহাট ও উথলী হাটে কুরবানীর পশু ক্রয় বিক্রয় হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে