রাণীনগরের ত্রিমোহনী হাট ইজারাদারকে জরিমানা
প্রকাশিত: জুলাই ৫, ২০২২; সময়: ৭:২৮ pm |
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী হাট ইজারাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে ইজারাদারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, ওই হাটে কোরবানী পশু বিক্রি উপলক্ষে হাট ইজারাদার ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত টোল আদায় করছেন।
এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রকাশ্য স্থানে টোল চার্ট ঝুলাতে এবং সরকার নির্ধারিত টোল আদায় করতে নির্দেশ দেয়া হয়েছে।