জাকজমকপূর্ণ ভাবে পালিত হলো সাঁওতাল হুল দিবস

প্রকাশিত: জুলাই ৫, ২০২২; সময়: ৫:৩৪ অপরাহ্ণ |
জাকজমকপূর্ণ ভাবে পালিত হলো সাঁওতাল হুল দিবস

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে জাকজমকপূর্ণ ভাবে পালিত হল ১৬৭ তম সাঁওতাল হুল দিবস।

৫ জুলাই (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সমিরন হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজহার আলী মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, সহ-সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা, সহ যুব বিষয়ক সম্পাদক মাইকেল মূর্মু, আদিবাসী ছাত্র সংগঠনের সম্পাদক বিষত তিগ্যা, যুগ্ম সম্পাদক রাফায়েল সরেন, ক্রীড়া সম্পাদক প্রদীপ রবিদাস, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আনিছুর রহমান প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে