পোরশায় বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা চেয়ে আবেদন

প্রকাশিত: জুলাই ৫, ২০২২; সময়: ৫:৩১ অপরাহ্ণ |
পোরশায় বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলাধীন বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা চেয়ে থানা অফিসার ইনচার্জ বরাবর আবেদন করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পোরশা জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার সেকেন্দার আলী।

৪ জুলাই-২২ তারিখে স্বাক্ষরিত এক আবেদনে তিনি উপজেলার দু’টি বৈদ্যুতিক স্থাপনা সুত্রইল মোড় ও শিশা বাজারের পাশে মাটিন্দরের মোড়ে স্থাপিত বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা চেয়েছেন।

তিনি আবেদনে উল্লেখ করেন, বেশ কয়েকদিন থেকে লোড শেডিং হওয়ায় এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গ্রাহক প্রান্তের চাহিদাও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ফলে বিদ্যুৎ সরবরাহে প্রচন্ড বিভ্রাট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ ৫০শতাংশ হওয়ায় গত ৩০/০৬/২০২২ইং বিদ্যুৎ বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় বিদ্যুৎ বিতরণের শতভাগ সক্ষমতা রয়েছে।

বিভিন্ন জেনারেশন প্লান্টে পর্যাপ্ত তেল/গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদনে ব্যাঘাত ঘটছে ফলে বিভিন্ন এলাকায় পর্যায় ক্রমে লোডশেডিং দেওয়া হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টিকে পুঁজি করে সংবদ্ধ হয়ে বৈদ্যুতিক স্থাপনার কেউ যেন কোনরুপ ক্ষতি সাধন করতে না পারে এজন্যই তারা স্থানীয় থানা প্রশাসনের কাছে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছেন।

থানা অফিসার ইনচার্জ জহুরুল হক আবেদন পাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে