পুলিশের ডিএসপি হলেন শাহিন আফ্রিদি

প্রকাশিত: জুলাই ৫, ২০২২; সময়: ১২:৩৫ অপরাহ্ণ |
খবর > খেলা
পুলিশের ডিএসপি হলেন শাহিন আফ্রিদি

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে পেশোয়ারে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে খাইবার পাখতুন পুলিশের সম্মানসূচক ও অবৈতনিক ডেপুটি সুপেরিটেন্ডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তান সহ পুরো উপমহাদেশেই ক্রিকেট ও ক্রিকেটারদের রয়েছে বাড়তি জনপ্রিয়তা। এশিয়ার প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশেই ক্রিকেটারদের ধরা হয় দেশের অন্যতম বড় তারকা হিসেবে। সেই তারকাখ্যাতিই এবার কাজে লাগালো পাকিস্তান পুলিশ।

এছাড়া খাইবার পাখতুন পুলিশ ডিপার্টমেন্টের শুভেচ্ছাদূত হিসেবে তাকে বেছে নেয়া হয়েছে। এ দায়িত্বে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের পাশাপাশি বিশ্বাস তৈরির কাজ করবেন শাহিন।

এসময় খাইবার পাখতুন পুলিশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শাহিন। পাকিস্তানের এ তারকা পেসার জানান, তার বাবা একজন অবসরপ্রাপ্ত খাইবার পাখতুন পুলিশের কর্মকর্তা। এছাড়া তার ভাইও বর্তমানে এই ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের প্রথম পেস বোলিং সুপারস্টার ফজল মাহমুদ খেলোয়াড়ি জীবনে পেশাগতভাবেই পাকিস্তান পুলিশের একজন ডিএসপি ছিলেন। খেলা ছাড়ার পর তিনি ডিআইজি হিসেবে যোগদান করেছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে