রাজশাহীতে পশুহাটের নিরাপত্তা নিয়ে মতবিনিময়

প্রকাশিত: জুলাই ৪, ২০২২; সময়: ৮:০১ অপরাহ্ণ |
রাজশাহীতে পশুহাটের নিরাপত্তা নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পশুহাটের শৃঙ্খলা রক্ষা, জাল টাকা প্রতিরোধ, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পশুহাটের কমিটির সদস্যদের সাথে সোমবার(৭ জুন) সকালে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এই মতবিনিময় সভা হয়। আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আরএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী। তিনি হাট কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবাইকে পুলিশকে সহায়তা করার জন্যও অনুরোধ জানান।

এ ছাড়া করোনার ঊর্দ্ধমুখী সংক্রমণের কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য জন্য আহ্বান জানান তিনি।

সভায় আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, রাজশাহীর সিটিহাটের ইজারাদার আতিকুর রহমান কালুসহ অন্য ইজারাদার এবং পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে