সুজানগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: জুলাই ৪, ২০২২; সময়: ৫:৪৭ অপরাহ্ণ |
সুজানগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছেন তারই পরিষদের আট ইউপি সদস্য ও সদস্যাগণ।

রবিবার বিকালে পরিষদের ০৮ জন সদস্য স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হয়।

অভিযোগে বলা হয়, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান ইউনিয়ন পরিষদে নানা অনিয়ম, অনাচার ও স্বেচ্ছাচারিতা করে আসছে। হঠাৎ করে সদস্যদের না জানিয়ে মাসিক সভা ডেকে এজেন্ডাবিহীন কার্যক্রম তৈরি করেন তিনি। এতে কখন কি পরিমাণ বরাদ্দ আসে তা সদস্যদের জানানো হয় না।পরিষদের নির্বাচিত সদস্যরা চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির বিরোধিতা করলে তাদেরকে প্রকল্প বরাদ্দ থেকেও বঞ্চিত করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি বাবদ আয় হওয়া টাকা কোন খাতে ব্যয় করা হচ্ছে তা চেয়ারম্যানকে জিজ্ঞেস করা হলেও সভায় তিনি তা জানাননি। এছাড়া এখন পর্যন্ত ভূমি হস্তান্তর কর ও হাটবাজার খাতে কত টাকা আয় কিংবা ব্যয় হয়েছে তাও জানানো হয়নি সদস্যদের।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, জন্ম নিবন্ধনেও সাধারণ মানুষকে চরমভাবে হয়রানির শিকার করা হচ্ছে। চেয়ারম্যান এলজিএসপির সকল কাজ থেকে মোটা অংকের কমিশন অবৈধভাবে আদায় করে আসছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান সোমবার জানান, অভিযোগের ব্যাপারে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তাদের উদ্দেশ্য আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করা।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, দুলাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরিষদের সদ্যদের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে