চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯৩

প্রকাশিত: জুলাই ৪, ২০২২; সময়: ২:৪৯ অপরাহ্ণ |
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯৩

পদ্মাটাইমস ডেস্ক : বন্দরনগরী চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৬৫ জনে।

আজ সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে ৯৩ জন শনাক্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। গতকাল রোববার ৫০ জনের করোনা শনাক্তের তথ্য জানিয়েছিল চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৬০৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮২ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিন করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মহানগরীর ৯২ হাজার ৮১২ জন এবং ৩৪ হাজার ৬৩২ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত করোনায় মারা যাওয়া ১ হাজার ৩৬৫ জনের মধ্যে ৭৩৫ জন নগরীর ও ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে সংক্রমণের হার বহুগুণ বেড়ে যাওয়ায় ও আক্রান্ত কয়েকজনের মৃত্যু হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে সবাইকে হতে হবে সচেতনও।’

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে