যুক্তরাষ্ট্র নারী দলের হেড কোচ হলেন চন্দরপল

প্রকাশিত: জুলাই ৪, ২০২২; সময়: ২:৩৩ অপরাহ্ণ |
খবর > খেলা
যুক্তরাষ্ট্র নারী দলের হেড কোচ হলেন চন্দরপল

পদ্মাটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্র জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্যারিবীয় কিংবদন্তি শিবনারায়ন চন্দরপল। আগামী দেড় বছরের জন্য যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নারী দলের পাশাপাশি যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দলেরও দেখাশোনা করবেন চন্দরপল।

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ টি-২০ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের যুবারা।

এই টুর্নামেন্ট দিয়েই কাজ শুরু করছেন চন্দরপল। এর আগে, ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াজের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত চন্দরপল বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নারী দল ও অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি খুব আগ্রহের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেয়েদের ক্রিকেটের অগ্রগতী অনুসরণ করছি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান কোচ হওয়ার সুযোগ পাওয়াটা অবিশ্বাস্য ব্যাপার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে