হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু

প্রকাশিত: জুলাই ৪, ২০২২; সময়: ২:৩০ অপরাহ্ণ |
হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : মিশরের লোহিত সাগরের উপকূলে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতদের একজন অস্ট্রিয়ার এবং অন্যজন রোমানিয়ার নাগরিক। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, লোহিত সাগরের তীরে হুরগাদার দক্ষিণে সাহল হাশেশ এলাকায় সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয়েছেন দুই নারী। আক্রমণে তারা দুইজনই প্রাণ হারিয়েছেন।

অস্ট্রিয়ান সংবাদমাধ্যম এপিএ সূত্রে জানা যায়, অস্ট্রিয়ার টাইরল অঞ্চলের ৬৮ বছর বয়সী একজন নারী মিশরে ছুটি কাটাচ্ছিলেন। এছাড়া অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপিকে রোববার মিশরে একজন অস্ট্রিয়ান নাগরিকের মৃত্যু নিশ্চিত করেছে। তবে এর বেশি আর কোনো তথ্য তারা প্রদান করেনি।

এদিকে মিশরীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এএফপিকে একজন রোমানিয়ান নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, লোহিত সাগরের তীরে হুরগাদায় হাঙরের আক্রমণে তার মৃত্যু হয়েছে।

সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, গত শুক্রবার হাঙ্গরের আক্রমণে একজন অস্ট্রিয়ান পর্যটকের বাম হাত ছিঁড়ে যাওয়ার পর হুরগাদার দক্ষিণে সাহল হাশেশ এলাকার সকল সৈকত তিন দিনের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন লোহিত সাগরের গভর্নর আমর হানাফি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে