ডেনমার্কে শপিং মলে গুলি, হতাহত বহু

প্রকাশিত: জুলাই ৪, ২০২২; সময়: ১০:২৬ পূর্বাহ্ণ |
ডেনমার্কে শপিং মলে গুলি, হতাহত বহু

পদ্মাটাইমস ডেস্ক : ডেনমার্কে একটি শপিং মলে গুলি চালিয়েছে বন্দুকধারী। স্থানীয় মেয়র হতাহতের সংখ্যা উল্লেখ করতে পারেননি। তবে পুলিশ প্রথমিকভাবে তিন জন নিহতের খবর নিশ্চিত করেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন অনেকে।

দেশটির রাজধানী কোপেনহেগেনে স্থানীয় সময় রোববার বিকেলে ‘ফিল্ডস’ নামের ওই শপিং মলে এই গুলির ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ২২ বছর।

হামলায় ঠিক কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি কোপেনহেগেন পুলিশ। হামলার পর এক টুইটবার্তায় তারা জানিয়েছে, ওই শপিং মল ঘিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হামলা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট করেছেন কোপেনহেগেনের মেয়র সোফি অ্যান্ডারসন। তিনি বলেন, ‘আসলে কতজন মারা গেছে বা আহত হয়েছে তা আমরা জানি না। তবে ঘটনা খুবই গুরুতর।’

হামলার পরের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেগুলোতে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেনমার্কের সম্প্রচারমাধ্যম ডিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলির শব্দ শোনার পর ওই শপিং মল থেকে ১০০ জনের বেশি মানুষকে ছুটে বের হতে দেখা যায়। আহত অবস্থায় অন্তত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেল সাড়ে ৫টার দিকে গুলির ঘটনা ঘটে। অনেক দর্শক কাছাকাছি রয়্যাল এরিনায় ব্রিটিশ গায়ক হ্যারি স্টাইলের একটি কনসার্ট উপভোগ করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। পরে সেটি বাতিল করা হয়।

৫৩ বছর বয়সী সুইডিশ হ্যান্স ক্রিশ্চিয়ান স্টলজ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমার মেয়েদের হ্যারি স্টাইলস দেখতে যাওয়ার কথা ছিল। তারা আমাকে ফোন করেছিল যে কেউ গুলি করছে বলে। যখন এটি ঘটেছিল তখন আমরা একটি রেস্তোরাঁয় ছিলাম।’

তার মেয়ে ক্যাসান্দ্রা বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম লোকেরা দৌড়াচ্ছে কারণ তারা হ্যারি স্টাইলকে দেখেছে, তারপর আমরা বুঝতে পেরেছিলাম যে এটি আতঙ্কের কারণে ঘটছে। তারপর আমরা জীবন বাঁচাতে দৌড়েছি।’

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে এক পোস্টে হ্যারি বলেন, ‘আমার দল এবং আমি কোপেনহেগেন শপিং মলের শুটিংয়ে জড়িত প্রত্যেকের জন্য প্রার্থনা করি। আমি হতবাক।’

কোপেনহেগেন থেকে এই বছরের ট্যুর ডি ফ্রান্স সাইক্লিং প্রতিযোগিতা শুরু হওয়ার দু’দিন পরে এই হামলার ঘটনা ঘটেছে এবং ট্যুর আয়োজকরা তাদের সহানুভূতি প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেছে৷

মাত্র এক সপ্তাহ আগেই প্রতিবেশী দেশ নরওয়েতে একটি পানশালায় বন্দুকধারীর হামলায় দুজন নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ২১ জন। সূত্র-এএফপি

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে