ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: জুলাই ৩, ২০২২; সময়: ৭:৩০ অপরাহ্ণ |
ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের মুহাইমিনুল হাসান নামক এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের বাসের হেল্পারের বিরুদ্ধে।

রবিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ জানায়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, চুয়াডাঙ্গা থেকে ক্যাম্পাস আসার পথে আমি বাসের হেল্পারকে শেখপাড়া নামিয়ে দিতে বললেও বাস আমাকে নামার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ক্যাম্পাস গেইট পর্যন্ত চলে যায়। তখন বাসের হেল্পারকে বললাম, শেখপাড়া তে ১ মিনিট অপেক্ষা করলে আমরা জিনিসপত্র নিয়ে নামতে পারতাম। আপনি বোকার মত আমাদের এখানে নামিয়ে দিলেন। জিনিসপত্র নিয়ে যেতে আমার কষ্ট হচ্ছিল। কিছুক্ষন হাটার পর পিছন থেকে বাসের হেল্পার আমাকে ডাক দেয়। আমি পিছন দিকে তাকিয়ে দেখি উনি আমাকে মারার জন্য আসতেছে। আমার কাছাকাছি আসার পর আমি উনাকে ভদ্রভাবে বললাম আমি রেগুলার ছাত্র। উনি আমাকে রেগুলার না বালের দেখার সময় নাই বলে ৩ টি থাপ্পর মেরে দিল।

ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, বিষয়টি আমি প্রক্টর স্যারকে জানিয়েছি। স্যার এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। শিক্ষার্থী পরিচয় দেয়ার পরও হেল্পার কেন আমার গায়ে হাত তুলবে? আমি এর বিচার চাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। ক্যাম্পাস খুললে ভুক্তভোগী শিক্ষার্থী ও হেল্পারকে ডেকে উভয়পক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে