দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: জুলাই ৩, ২০২২; সময়: ৩:০২ অপরাহ্ণ |
দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পদ্মাটাইমস ডেস্ক : আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-উইন্ডিজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০। ডমিনিকার উইন্ডসর পার্কে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এর আগে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।

ওপেনার মুনিম শাহরিয়ার মাত্র ২ রানেই আউট হয়ে ফেরেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন মাত্র ৮ রান। দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও ৯ রানের বেশি করতে পারেননি। অলরাউন্ডার আফিফ হোসেন তো খুলতে পারেননি রানের খাতাই।

তবে দ্বিতীয় ম্যাচে আরো ভালো ব্যাটিংয়ে আশাবাদী হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করব। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’

এদিকে কোনো বিরতি না দিয়ে একই ভেন্যু উইন্ডসর পার্কে একই সময়ে সিরিজের দ্বিতীয় টি-২০তে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য একাদশে কোনো পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি।

এক নজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

এনামুল হক বিজয় (ওপেনার), মুনিম শাহরিয়ার (ওপেনার), সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে