পরাণের একটি দৃশ্য দেখে আমি কেঁদেছি: মিম

প্রকাশিত: জুলাই ৩, ২০২২; সময়: ২:৪৫ অপরাহ্ণ |
খবর > বিনোদন
পরাণের একটি দৃশ্য দেখে আমি কেঁদেছি: মিম

পদ্মাটাইমস ডেস্ক : দীর্ঘ বিরতির পর ঈদে মুক্তি পাচ্ছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনীত ‘পরাণ’। অন্যান্য ব্যস্ততার মধ্যেও সিনেমাটির প্রচারণায় কাজ করছেন তিনি। এরই মধ্যে সিনেমার গান ‘চলো নিরালায়’ প্রকাশ পেয়েছে। গানটির দর্শকপ্রিয়তায় উচ্ছ্বাসিত মিম।

‘চলো নিরালায়’ গানটি নিয়ে গণমাধ্যমের সাক্ষাৎকারে মিম বলেন, শরিফুল রাজ ও আমার রসায়ন নিয়ে সাজানো চলো নিরালায়-এর ভিডিওটি প্রকাশ হয়েছে গত সোমবার। আমাদের খুনসুটি, প্রাণচাঞ্চল্য, পাগলামিসহ সবই নজর কেড়েছে সবার। দর্শক-শ্রোতা এখনো ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তিনি আরো বলেন, মোটা দাগে বলা যায়, এই গানের সুবাদে এ জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ বেড়েছে দর্শকদের। সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরা সামাজিক মাধ্যমে গানটির প্রশংসা করেছেন। গানের কথা অসাধারণ। জনি হকের কথায় ‘চলো নিরালায়’ গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা।

দর্শক পর্দায় ভালো একটি গল্প দেখতে চায় এমনটাই মনে করেন মিম। তিনি ‘পরাণ’ নিয়ে খুব আশাবাদী। তিনি বলেন, ছবিটি দর্শককে ভাবাবে, কাঁদাবে। ডাবিংয়ের সময় ছবির মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমি কেঁদেছি। নিজের সিনেমা বলেই বলছি না; মেকিং ভালো হয়েছে বলে এটি বলছি। ছবিটি নিয়ে অনেক কষ্ট করেছি। খুব সকালে উঠে শুটিং লোকেশনে যেতে হয়েছে। একটি দৃশ্যের জন্য টানা তিন দিন মধ্যরাত পর্যন্ত বসে ছিলাম। কষ্ট সার্থক হবে যদি দর্শক ছবিটি দেখেন। সব মিলিয়ে এটি দর্শকের মন ভরাবে- এ আশা করা যায়।

ঈদে মুক্তি পেতে যাচ্ছে উঠতি নির্মাতার রায়হান রাফির পরিচালিত সিনেমা ‘পরাণ’। সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে