ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৮১

প্রকাশিত: জুলাই ২, ২০২২; সময়: ১২:৫০ অপরাহ্ণ |
ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৮১

পদ্মাটাইমস ডেস্ক : ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপে এখনো আটকা রয়েছেন আরো ৫৫ জন।

সংবাদ সংস্থা এএনআই-কে মণিপুরের এন বীরেন সিং মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ইতিহাসে এ ভূমিধস সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। এ বিপর্যয়ে আমরা ৮১ জনকে হারিয়েছি। নিহত ৮১ জনের মধ্যে ১৮ জন সেনা সদস্য রয়েছেন। প্রায় ৫৫ জন এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। মরদেহগুলো উদ্ধার করতে আরো দুই-তিন দিন সময় লাগবে বলে জানান উদ্ধারকর্মীরা।

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাসদস্যদের পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির সেনাদের মরদেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জন সেনার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন স্থানীয় ২৯ বাসিন্দাও। তাদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।

টানা বর্ষণে গত বৃহস্পতিবার টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধস নামে। সেখানেই আর্মির ক্যাম্প ছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে