রাবিতে হলের সিট নিয়ে ফের উত্তেজনা

প্রকাশিত: জুলাই ১, ২০২২; সময়: ১১:৩০ অপরাহ্ণ |
রাবিতে হলের সিট নিয়ে ফের উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অনাবাসিক শিক্ষার্থীদের নামিয়ে আবাসিক শিক্ষার্থীদের হলে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর। শুক্রবার এমন ঘোষণা হলেও বিকেল গড়িয়ে রাত হলেও কোনো শিক্ষার্থীকে হলে তুলতে পারেনি প্রাধ্যক্ষ। ফলে হল উঠতে আসা শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেয়।

হল প্রশাসন বলছে, গত কয়েক বছরে অসংখ্য শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে চলে গেছেন। তাদের সিটও ছাত্রলীগ দখল করে আছে। আমরা এ অনিয়ম চলতে দিতে পারি না। আজকে রাতেই সঠিক উপায়ে আবাসিকতা পাওয়া ৪৪ জনকে আজকে হলে তুলে দিতে চান তারা।

হলের আবাসিক শিক্ষক তানজিল ভূঞা বলেন, হলে এ নোটিশ দেওয়ার পর একের পর এক হুমকি দখলকারীদের কাছ থেকে আসছে। তবে হল প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল। হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, বিভিন্নভাবে তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তবে এসবে তিনি ভয় পান না। জীবন চলে গেলেও ছাত্রদের কল্যাণেই কাজ করবেন।

গত ২৩ জুন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষের স্বাক্ষর করা একটি নোটিশের মাধ্যমে হলে অবস্থান করা অনাবাসিক, বহিরাগত ও অন্য হলের শিক্ষার্থীদের ২৯ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কোনো শিক্ষার্থী তাঁর সমস্যার বিষয়ে ব্যক্তিগতভাবে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইলে ২৮ জুনের মধ্যে অভিভাবকসহ হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশও দেওয়া হয়েছিল।

তবে শর্ত অনুযায়ী কেউ দেখা করেননি। এমনকি অনাবাসিক কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত নেমেও যাননি। ওই নোটিশে আবাসিক শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দেওয়া হলে তাৎক্ষণিক আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে