উল্লাপাড়া পৌরসভায় মুক্তিযোদ্ধাদের বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করলেন মেয়র

প্রকাশিত: জুলাই ১, ২০২২; সময়: ৫:৪৩ অপরাহ্ণ |
উল্লাপাড়া পৌরসভায় মুক্তিযোদ্ধাদের বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে।

শুক্রবার সকালে মুক্তিযোদ্ধাদের নিয়ে ডাকা মতবিনিময় সভায় পৌরশহরে বসবাসরত শতাধিক মুক্তিযোদ্ধার বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করার ঘোষণা দেন মেয়র এসএম নজরুল ইসলাম।

মেয়র নজরুল জানান, মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের ভাষা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা পেয়েছি। পেয়েছি লাল – সবুজের জাতীয় পতাকা। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আসা স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করছি।

মতবিনিময় সভায় পৌরসভায় বসবাসরত শতাধিক মুক্তিযোদ্ধার বাড়ীর হোল্ডিং ট্যাক্স মওকুফ করেন এবং তাদের প্রত্যেকের বাড়ীর সামনে পৌর সভার অর্থায়নে নাম সম্বলিত সাইনবোর্ড ও বৈদ্যুতিক লাইট স্থাপনেরও ঘোষণা দেন মেয়র নজরুল।

উপস্থিত সাবেক ব্যাংক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা দেবেশ স্যানাল জানান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা বান্ধব রাজনৈতিক নেতা। মুক্তিযোদ্ধাদের জন্য এমন সুন্দর উদ্যোগ গ্রহন করায় মেয়র নজরুলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে