শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

প্রকাশিত: জুলাই ১, ২০২২; সময়: ৫:৪০ অপরাহ্ণ |
শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

জেষ্ঠ্য প্রতিবেদক, নওগাঁ : সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

শুক্রবার বেলা ১১ টার দিকে শহরের মুক্তির মোড়ে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’ নওগাঁর উদ্যোগে ঘন্টাব্যাপি এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী।

কর্মসূচিতে বক্তব্য রাখেন একুশে পরিষদের উপদেষ্টা বিন আলী পিন্টু, প্রতাপ চন্দ্র সরকার, তেতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর ররহমান, একুশে পরিষদের সহ-সভাপতি গুলশান আরা মনি, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটন প্রমুখ।

বক্তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার সময় এখন এসেছে। সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ডকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটা শ্রেণি সব সময় অপচেষ্টা করে শিক্ষকদের হয়রানি করতে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে