গোদাগাড়ীতে রক্ষাগোলা পরিবারের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

প্রকাশিত: জুলাই ১, ২০২২; সময়: ৪:১১ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে রক্ষাগোলা পরিবারের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলায় সংগঠিত পরিবারের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় এসব বিতরণ করা হয়।

“রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের উদ্যোগে ফলজ বৃক্ষরোপনের মাধ্যমে পারিবারিক ও সামাজিক পর্যায়ে ভিটামিন ও পুষ্টি চাহিদা পূরণ করার পাশাপাশি পরিবেশ ভারসাম্য রক্ষা করা” এই লক্ষ্যে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় ৩৫টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের আগ্রহী, গাছ লাগানোর মতো জায়গা আছে এমন ৫৫০টি পরিবারের মাঝে ১টি করে ক্ষীরসাপাত অথবা আম রুপালী গাছের চারা বিতরণ করা হয়। সংস্থার তত্ত্বাবধানে পরিবহন যোগে প্রতিটি সংগঠনে ফলজ বৃক্ষের চারা পৌছে দেয়া হয়।

চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সাবেক সভাপতি শ্রী প্রসেন এক্কা, সিসিবিভিও’র সিনিয়র হিসাবরক্ষক এএইচএম তারিক, নিরাবুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ কুমার সরকার, গড়ডাইং রক্ষাগোলা সংগঠনের মোড়ল সুধীর সরেন, কুড়াপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল লালু মূর্মূ ।

ফলজ বৃক্ষের চারা বিতরণের উদ্দেশ্য হলো বরেন্দ্র এলাকায় ফল সহজলভ্য করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণ প্রয়োজনীয় পুষ্টিসমৃদ্ধ ফল খাওয়ার পরিবেশ তৈরী করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণ ভিটিামিন ও পুষ্টি চাহিদা পূরণ করা, বরেন্দ্র এলাকায় পরিবেশ ও প্রকৃতি ভারসাম্য রক্ষা করা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশপাশি ফলের স্থানীয় বাজার তৈরী করা, শিশু ও নারী-পুরুষের শারিরীক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি সাধন করা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে