ব্রিটেনের ড্রাকুলা সম্মেলন স্থান পেল গিনেস রেকর্ডে

প্রকাশিত: জুলাই ১, ২০২২; সময়: ১:১০ অপরাহ্ণ |
ব্রিটেনের ড্রাকুলা সম্মেলন স্থান পেল গিনেস রেকর্ডে

পদ্মাটাইমস ডেস্ক : ব্রিটেনে ভ্যাম্পায়ারের সাজ-পোশাক নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সবসময় তুঙ্গে। বিশেষ এ সাজের প্রতি আকৃষ্ট সব বয়সী নারী-পুরুষ।

ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলার প্রকাশের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি উত্তর ইয়র্কশায়ারের হুইটবি অ্যাবিতে ড্রাকুলা সম্মেলনের আয়োজন করা হয়।

যেখানে ১ হাজার ৩৬৯ অংশগ্রহণকারী ড্রাকুলার সাজে অংশ নেন। এরই মধ্যে বিশেষ এ আয়োজন গিনেস বিশ্বরেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছে।

এর আগে ড্রাকুলা সম্মেলনের বিশ্ব রেকর্ডটি হয়েছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেখানে ১ হাজার ৩৯ জন ড্রাকুলা প্রেমিক জড়ো হয়েছিলেন।

বিশ্ব রেকর্ড তৈরির প্রচেষ্টার আগে হুইটবি অ্যাবির ম্যানেজার মার্ক ইউলিয়ামসন জানান, এ অনুষ্ঠানে যোগদানের ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আগ্রহ দেখিয়েছেন। এদের অনেকেই উত্তর ইয়র্কশায়ারের এই রিসোর্টে এসে হাজির হন। অনেকেই এসেছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় ব্যান্ড ওয়েস্টার্না গান পরিবেশন করে। পাশাপাশি থিয়েটার গ্রুপ ‘টাইম উইল টেল’ পরিবশেন করে ড্রাকুলা উপন্যাসের অংশবিশেষ। ড্রাকুলা সম্মেলনে পোশাকের ব্যাপারে ছিল খুবই কড়াকড়ি। সবাইকে কাউন্ট ড্রাকুলার মতো করে সাজতে হবে।

গিনেস বিশ্ব রেকর্ডের একজন বিচারক জ্যাক ব্রুকব্যাংক বলেন, কাউন্ট ড্রাকুলার পোশাক কী হবে সে ব্যাপারে নিয়মকানুন ছিল খুবই কঠোর। প্রত্যেককে পরতে হয়েছিল কালো জুতো, কালো ট্রাউজার, ওয়েস্টকোট, শার্ট, কালো আলখাল্লা এবং ড্রাকুলার দাঁত।

হুইটবিতে যেসব দর্শনার্থী আসেন আদের মধ্যে অনেকেই জানতে চান ড্রাকুলার কবর সম্পর্কে। তারা ভুলে যান যে এটি এক কল্প-কাহিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে