সিরাজগঞ্জে যমুনার ডান তীর রক্ষা বাধে ধস

প্রকাশিত: জুলাই ১, ২০২২; সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জে যমুনার ডান তীর রক্ষা বাধে ধস

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার ডান তীর রক্ষা বাধে আবারো ধস শুরু হয়েছে। শুক্রবার সকালে বাধের গালা ইউনিয়নের বিনোটিয়া ও মাজ্জান অংশে যমুনার প্রবল স্রােতে ৩শ মিটার ধসে যায়।

বিলীন হয় পাড়ে থাকা ১০টি ঘরবাড়ি। তবে ধস ঠেকাতে পাউবো কোন কার্যকরি পদক্ষেপ না নেয়ায় এলাকায় সকলের মাঝে বিরাজ করছে ভাঙ্গন আতংক ও ক্ষোভ।

পানি উন্নয়ন বোর্ড সুত্র ও এলাকাবাসী জানায়, ২০১০-১১ অর্থবছরে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ১০ কিলোমিটার বাধটির শুক্রবার ভোর থেকে বিনোটিয়া অংশে ধস শুরু হয়। মুহুর্তের মধ্যেই বাধের সিসি ব্লক ও জিও টেক্স বিলীন হয়ে ধসের এলাকা বেড়ে যায় ২০০ মিটারে। বিলীন হয় পাড়ের ২টি বাড়ি। একই ভাবে মাজ্জানেও প্রায় ১০০ মিটার ধসে যায়।

এখানে বিলীন হয় আরো ৮টি বাড়ি। এজন্য প্রতিকারে কোন পদক্ষেপ না থাকায় ভাঙ্গন অব্যাহত রয়েছে। এতে সবার মাঝে ক্ষোভ ও ভাঙ্গন আতংক ছড়িয়ে পড়ছে।

এলাকার সাবেক মেম্বর বাবলু হোসেন ও আব্দুল খালেক মাষ্টার সহ স্থানীয়রা জানিয়েছেন, বাধ ধসের আশপাশে রয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও মাত্র ৫০ মিটার পশ্চিমে অবস্থান করছে ১৩৫ কোটি টাকা ব্যয়ে ৪ বছর আগে নির্মিত ২১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রন বাধ। যা এখন খুবই ঝুঁকির মধ্যে পড়েছে। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ না নিলে সবই বিলীন হয়ে যাবে। এক্ষেত্রে পাউবো চরম গাফলতি করছে।

এদিকে তদরারকির দায়িত্বপ্রাপ্ত সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের সাথে বার-বার ফোনে যোগযোগ করলে তিনি ফোন ধরেন নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে