কঠোর নিরাপত্তার মধ্যে হস্তান্তরের ২৫ বছর উদযাপন করছে হংকং

প্রকাশিত: জুলাই ১, ২০২২; সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ |
কঠোর নিরাপত্তার মধ্যে হস্তান্তরের ২৫ বছর উদযাপন করছে হংকং

পদ্মাটাইমস ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে হস্তান্তরের ২৫ বছর উদযাপন করছে হংকং।

বিবিসির খবরে বলা হয়, ২০২০ সালের পর থেকে চীনের মূল ভূখণ্ডের বাইরে এ প্রথম সফরে গেলেন জিনপিং।

এদিকে সাবেক পুলিশ প্রধান জন লি হংকংয়ের নতুন প্রধান নির্বাহী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার শপথ অনুষ্ঠানে জিনপিং উপস্থিত থাকবেন।

লি ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ল্যাম ছিলেন বিতর্কিত নেতা, যার শাসনে গণতন্ত্রপন্থিরা ব্যাপক আন্দোলন করেন এবং এ সময়ে এখানে বেড়েছে চীনের প্রভাব।

প্রতি বছরের ১ জুলাই হস্তান্তর দিবস উদযাপন করে হংকং। ১৯৯৭ সালের এদিন ব্রিটেনের কাছ থেকে চীনের অধীনে আসে শহরটি।

হস্তান্তর চুক্তি অনুযায়ী, চীন রাজি হয়েছে যে, এ শহর হস্তান্তরের পর থেকে ৫০ বছর ‘উচ্চ মাত্রার স্বায়ত্তশাসন’ ভোগ করবে এবং কিছুটা স্বাধীনতা বজায় থাকবে।

কিন্তু ২৫ বছর পর, এ শহরের ওপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়ছে। এ জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাজ্যের অভিযোগ, বেইজিং তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে