পবায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৩ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশিত: জুন ৩০, ২০২২; সময়: ১০:২৯ অপরাহ্ণ |
পবায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫৩ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার প্রধানমন্ত্রীর পুনর্বাসন কর্মসূচির আওতায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। পবার নদীভাঙন এলাকা হরিয়ান ও হরিপুর ইউনিয়নের ১০৬টি পরিবারের মাঝে ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এসব চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ.দা) বিপুল মালাকার, হরিপুর ইউপি’র চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল ও হরিয়ান ইউপি’র চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু।

প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। উপস্থিত ছিলেন হরিয়ান ও হরিপুর ইউনিয়নের ১০৬টি পরিবারের সদস্যবৃন্দ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে